ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৯ | ১১:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১০:৩২

বেসিক ব্যাংকের ঋণ কেলেংকারির ঘটনায় সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। 

তিনি বলেন, এই ব্যাংকটি বসে যায়নি কোন অলৌকিক কারণে। নিশ্চয় মানবগঠিত নানারকম দুর্নীতির জন্য এই ব্যাংকটি বসে গেছে। অবশ্যই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। 

বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে বৃহস্পতিবার বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।

মাহবুবে আলম বলেন, দুর্নীতি দমন কমিশনে যারা আছেন তারা সবাই সাধু এটা বলার কোনো কারণ নেই। 

তিনি বলেন, ব্যাংক নানা রকম ক্ষতির সম্মুখীন হলে ব্যাংক পরিচালনায় যারা থাকেন সবাই দায়ী হতে বাধ্য। তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, শুধু দুর্নীতি দমন কমিশন কেন আমি মনে করি কে কতটুকু দায়ী এ ব্যাপারে আমাদের আইনশৃংখলা বাহিনী যারা আছে, পুলিশ, র‌্যাব, এনবিআর সবার এটা আলাদা আলাদা তদন্ত করা দরকার। আমিও আমাদের সাংসদের (ব্যারিস্টার ফজলে নুর তাপস এমপি) সঙ্গে একমত হয়ে বলব অনতিবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। 

তিনি বলেন, যে ব্যাংকই নানা রকম ক্ষতির সম্মুখীন হবে ওই ব্যাংকের যে বোর্ড অথবা ডিরেক্টর যারা থাকবেন তারা দায়ী হবেন। অন্ততপক্ষে তাদের ব্যাখ্যা দিতে হবে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দুদকের মধ্যে যে সবাই সাধু বসে আছে এটা বলার কারণ নেই। কারণ হলো দুদকের যে কর্মচারীরা আছেন, এদের মধ্যে আগের অনেক লোক আছেন। সরকার চেয়েছিল সম্পুর্ণ নতুন জনবল দিয়ে এই দুর্নীতি দমন কমিশন গঠিত হবে। তখন নানা রকম মামলা মোকদ্দমার কারণে সেটি আর সম্ভব হয়নি।

আরও পড়ুন

×