কাগজের দাম কমানোর দাবি ছাত্র ফেডারেশনের

রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি- সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৮:২৪ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৩ | ১৮:২৪
কাগজ ও শিক্ষা উপকরণের দাম কমানো, মেট্রোরেলের শিক্ষার্থীদের হাফ পাস ও ভাড়া কমানো এবং 'ভুলে ভরা পাঠ্যবই' প্রত্যাহার করে শিক্ষার্থীদের মাঝে নতুন বই সরবরাহের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘরের সামনে শেষ হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) সহ-সভাপতি গোলাম ফারুক সুমন, ভাসানী ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ফারহানা মুনা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের অদক্ষতা-দুর্নীতির কারণে আজ সকল কিছুর দাম বেড়েছে। বিগত দশকে বিপুল পরিমাণ অর্থ পাচার আমাদের অর্থনীতিকে ভয়াবহ চাপের মুখে ফেলেছে। সরকার এসব অর্থ পাচারকারীদের বিচারের মুখোমুখি না করে তার দায় জনগণের উপর চাপাচ্ছে। তারই ধারাবাহিকতায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে, কাগজসহ শিক্ষা উপকরণের দাম বেড়েছে দ্বিগুণ। তারা অবিলম্বে সরকারকে কাগজসহ শিক্ষা উপকরণের দাম কমানোর জন্য দাবি জানান।
তারা আরও বলেন, নতুন বছরে বই উৎসব করে শিক্ষার্থীদের মাঝে নিম্নমানের ভুলে ভরা বই সরবরাহ করেছে সরকার। শিক্ষার্থীদের হাতে যথাসময়ে মানসম্মত বই তুলে দিতে না পারার ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, কাগজের দাম কমানোর জন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা দাবি জানাই। সরকার মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ ভাড়ার ব্যবস্থা করেনি। মেট্রোতে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর করার দাবি জানাই।