ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অবৈধ সম্পদ অর্জন

জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জিকে শামীম ও তার মায়ের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আদালত প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ১২:১৩ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ১২:১৩

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা আলোচিত ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম (জিকে শামীম) ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার প্রথম দিন আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম জবানবন্দি গ্রহন করে আগামী ১২ ফেব্রুয়ারি তাকে জেরার জন্য দিন ধার্য করেন। এদিন জি কে শামীম আদালতে উপস্থিত থাকলেও তার মা পলাতক রয়েছেন।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। গত বছর ২০২২ সালের ১৮ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরও পড়ুন

×