শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ

সমকাল ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ | ০৬:১১
শক্তিশালী পাসপোর্ট সূচকে গত বছরের তুলনায় উন্নতি ঘটেছে বাংলাদেশের। গত বছর এই সূচকে বাংলাদেশ ছিল ১০৪তম অবস্থানে। এবার ৩ ধাপ এগিয়ে ১০১তম অবস্থানে উঠেছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান 'হ্যানলি অ্যান্ড পার্টনার্স' মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে লিবিয়া ও কসোভো।
হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩ অনুযায়ী, বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ৪১টি দেশে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৫তম, নেপাল ১০৩, পাকিস্তান ১০৬ ও আফগানিস্তানের ১০৯তম তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ (৬১তম)।
সূচকে গত বছরের মতো শীর্ষে রয়েছে জাপান। এই দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন। সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে সূচকের দ্বিতীয় স্থানে রয়েছে। যৌথভাবে সূচকের তৃতীয় স্থানে আছে জার্মানি ও স্পেন। ফিনল্যান্ড, ইতালি ও লুক্সেমবার্গ ৪র্থ স্থানে এবং অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও সুইডেন পঞ্চম স্থানে রয়েছে।
ষষ্ঠ স্থানে আছে যৌথভাবে ফ্রান্স, আয়ারল্যান্ড, পর্তুগাল ও যুক্তরাজ্য। সূচকে যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, চেকপ্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড যৌথভাবে সপ্তম স্থানে আছে।
- বিষয় :
- পাসপোর্ট
- শক্তিশালী পাসপোর্ট
- পাসপোর্ট সূচক