স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৮:২০ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ | ১৮:২০
দেশের কারাগারগুলোতে শূন্য পদে চিকিৎসক নিয়োগে আদালতের নির্দেশ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৪ জানুয়ারি সশরীরে আদালতে হাজির হয়ে লিখিতভাবে এর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন সাংবাদিকদের বলেন, একাধিকবার সময় নিয়েও কারাগারের শূন্য পদে ৪৮ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এর কারণ ব্যাখ্যা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে তলব করা হয়েছে।গত ১৩ ডিসেম্বর কারাগারে চিকিৎসক নিয়োগের বিষয়ে একটি প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, দেশের ৬৮ কারাগার ও কারা হাসপাতালে ১৪১টি চিকিৎসকের পদের বিপরীতে প্রেষণে ও সংযুক্ত মিলিয়ে ৯৩ জন চিকিৎসক রয়েছেন।
আদালতে কারা অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
আইনজীবী জে আর খান রবিন ২০১৯ সালে হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ২০১৯ সালের ২৩ জুন এক আদেশে হাইকোর্ট সারাদেশের সব কারাগারে বন্দিদের ধারণক্ষমতা, বন্দি ও চিকিৎসকের সংখ্যা এবং চিকিৎসকের শূন্য পদের তালিকা দাখিলের নির্দেশ দিয়ে রুল জারি করেন।
- বিষয় :
- স্বাস্থ্য অধিদপ্তর
- হাইকোর্ট
- হাইকোর্টে তলব