ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

চসিক পিডির ওপর হামলার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে: তাজুল ইসলাম

চসিক পিডির ওপর হামলার ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে: তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩ | ১৩:০৪ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৩ | ১৩:০৬

চট্টগ্রাম সিটি করপোশনের (চসিক) প্রকল্প পরিচালক (পিডি) গোলাম ইয়াজদানীকে মারধরকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। হামলাকারী যেই হোক না কেন আইন তার নিজের গতিতে চলবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ আজ সোমবার সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রীর কক্ষে উপস্থিত হয়ে চসিকের ১৫ জন প্রকৌশলী মন্ত্রীকে ২৯ জানুয়ারির ঘটনা অবহিত করেন। এ সময় মন্ত্রী তাদেরকে এ আশ্বাস দেন।

গত ২৯ জানুয়ারি একদল সন্ত্রাসী চসিকের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কক্ষে গিয়ে তার ওপর হামলা চালায়। তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে এ বিষয়ে মামলা হয়েছে এবং অভিযুক্ত ১২ জনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্ত্রী সবাইকে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান এবং এই অন্যায় কাজের বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরও পড়ুন

×