ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভাষার মাসের প্রথম দিনে উচ্চ আদালতে ১৫৬ রায়-আদেশ বাংলায়

ভাষার মাসের প্রথম দিনে উচ্চ আদালতে ১৫৬ রায়-আদেশ বাংলায়

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:১৫ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৫:১৫

ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ভাষার মাসের প্রথমদিনে অন্তত ১৫৬টি রায় এবং আদেশ বাংলায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল ও হাইকার্ট বিভাগ। এরমধ্যে আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম ১৪৫টি আদেশ বাংলায় দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে চেম্বার আদালতে বাংলায় আদেশ দিবেন।

এছাড়া হাইকোর্ট বিভাগে বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি মো. নজরুল ইসলাম ইসলাম তালুকদার, বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ কয়েকটি মামলায় পৃথক আদেশ বাংলায় দিয়েছেন। বিষয়টি প্রশংসনীয় উদ্যোগ বলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, এসব রায় ও আদেশ বিচারপ্রার্থীদের কাজে লাগবে।

নব্বইয়ের দশক উচ্চ আদালতে থেকে বাংলায় রায় ও আদেশ দেওয়া শুরু হয়। প্রয়াত বিচারপতি এ আর এম আমীরুল ইসলাম চৌধুরী বাংলায় আদেশ দেওয়া শুরু করেন। এরপর সাবেক বিচারপতিদের মধ্যে কাজী বিচারপতি এবাদুল হক, বিচারপতি হামিদুল হক, বিচারপতি আবদুল কুদ্দুছ, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী বাংলায় বেশ কয়েকটি রায় দেন। 

বর্তমানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, এম ইনায়েতুর রহিম, আবু জাফর সিদ্দিকী, জাহাঙ্গীর হোসেন সেলিম হাইকোর্টে থাকাকালীন বেশ কয়েকটি মামলার রায় বাংলায় দিয়েছেন। তবে নিয়োগ পাওয়ার পর ২০১০ সালের এপ্রিল থেকে বাংলায় রায় দিয়ে যাচ্ছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ মো. জাকির হোসেন। এছাড়া বিচারপতি মো. আশরাফুল কামালও বাংলায় রায় দিয়ে থাকেন।

আরও পড়ুন

×