ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ০৮:৫৬

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দুইশ'র নিচে নেমেছে। চব্বিশ ঘণ্টায় সারাদেশে ১৭৮ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জুলাইয়ের পর এটিই একদিনে সর্বনিম্ন রোগীর সংখ্যা। 

এদিন ডেঙ্গু আক্রান্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ২৫০ জনের মৃত্যু হয়েছে। তবে সরকারিভাবে ৯৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শুক্রবার ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হন। এর আগে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার এ সংখ্যা ছিল যথাক্রমে ৩০১, ২৮৩ ও ২৪৮ জন।

সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত চব্বিশ ঘণ্টা ধরে প্রতিদিন হাসপাতালে নতুন করে ভর্তি রোগীর তালিকা করা হয়। সে অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৭ এবং ঢাকার বাইরে হাসপাতালে ১২১ রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৯৩ হাজার ১৭৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯১ হাজার ৯১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে এখন এক হাজার ১৮ রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে রাজধানীর ৪১ সরকারি-বেসরকারি হাসপাতালে ৪১৯ এবং ঢাকার বাইরে বিভাগীয় ও জেলা সদর হাসপাতালে ৫৯৯ রোগী চিকিৎসাধীন।

আরও পড়ুন

×