ক্ষতিগ্রস্তদের অধিকার রক্ষায় জাতীয় নীতিমালা প্রয়োজন

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৪৯
বড় বড় প্রকল্প বাস্তবায়নের সময় স্থানীয় জনগণ যাতে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ ক্ষেত্রে প্রকল্প এলাকার বাসিন্দাদের অধিকার সুরক্ষায় জাতীয় নীতিমালা প্রণয়ন জরুরি বলে অভিমত দেওয়া হয়েছে। তাঁরা বলেন, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর টেকসই জীবনযাপনের ব্যবস্থা করে দিতে না পারলে শহর এবং গ্রামের বৈষম্য বাড়তেই থাকবে। এটি জাতীয় উন্নয়ন নীতিমালা পরিপন্থি।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) উদ্যোগে এবং ডিয়াকোনিয়া ও রিয়েলিটি অব এইডের সহযোগিতায় 'উন্নয়ন প্রকল্পে জনগণের অধিকার সুরক্ষা :প্রতিশ্রুতি ও বাস্তবতা' শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তাঁরা। সংগঠনের নির্বাহী প্রধান শামছুদ্দোহার সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস, উন্নয়ন ধারা ট্রাস্টের নির্বাহী প্রধান আমিনুর রসূল বাবুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র প্রমুখ। সভায় গবেষণা ফলাফল উপস্থাপন করেন সিপিআরডির রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার আল ইমরান।
বাপা নেতা মিহির বিশ্বাস বলেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে না পারলে তা দেশের সব মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশকে ভেবেচিন্তে উন্নয়ন প্রকল্প নেওয়া দরকার।
শামছুদ্দোহা বলেন, প্রকল্প বাস্তবায়নের সব স্তরে স্থানীয় ও উপকারভোগী জনগোষ্ঠী এবং বিভিন্ন অংশীজনের যথোপযুক্ত অংশগ্রহণ ও পর্যবেক্ষণের সুযোগ না থাকলে প্রকল্পগুলো শেষ পর্যন্ত সফল হয় না বলেই প্রতীয়মান হয়েছে। অনেক প্রকল্পের পরিবেশগত ক্ষতি পুষিয়ে নেওয়ার বিকল্প বিষয়ে মনোযোগ নজরে আসেনি।
আমিনুর রসূল বলেন, সিপিআরডির গবেষণায় উঠে এসেছে 'টেকসই পানি সরবরাহ প্রকল্প' এবং 'ঢাকা-সিলেট মহাসড়ক বর্ধিতকরণ প্রকল্প' দুটি প্রণয়নে নদী ও জলাভূমি রক্ষার বিষয়টি বিবেচনায় রাখা হয়নি। এতে জলাধারের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পদক্ষেপ নিতে হবে।
সভা শেষে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিক বোতলকে নিরুৎসাহিত করার জন্য সিপিআরডির পক্ষ থেকে ডিআরইউকে একটি পানি পরিশোধনকারী যন্ত্র দেওয়া হয়। উপহারটি গ্রহণ করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান সোহেল।
- বিষয় :
- নাগরিক সমাজ
- সিপিআরডি
- ডিয়াকোনিয়া
- রিয়েলিটি অব এইড