ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গরু চুরি মামলায় ছাত্রলীগ নেত্রীসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

গরু চুরি মামলায় ছাত্রলীগ নেত্রীসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট

ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তার

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৫৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:০০

সাভারের ধামরাইয়ে গরু চুরির অভিযোগে করা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের বহিষ্কৃত ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলী আক্তারসহ সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধামরাই থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম গত ৬ ফেব্রুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন। আজ সোমবার বিষয়টি জানানো হয়।

অপর আসামিরা হলেন হাবুল সরদার, আরিফ হোসেন, রাজু আহম্মেদ, শাহাদাত হোসেন, সাইদুল ইসলাম ও মোর্শেদ আলী। আসামিদের মধ্যে বাবলী ছাড়া সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

২০২২ সালের ২৯ অক্টোবর খামার থেকে দুটি গরু চুরির ঘটনায় পরদিন খামারের মালিক আব্দুল লতিফ বাদী হয়ে ধামরাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তে গরু চুরির ঘটনায় ছাত্রলীগ নেত্রী বাবলী আক্তারের সম্পৃক্ততা পাওয়া যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৬ দিন কারাভোগের পর গত বছরের ২১ নভেম্বর তিনি জামিনে মুক্তি পান।

এদিকে গরু চুরি মামলায় গ্রেপ্তারের পর গত বছরের ৩ নভেম্বর ছাত্রলীগের তৎকালীন সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাবলীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।

বাবলী আক্তার সাভারের পৌর এলাকার নয়াবাড়ির বাদশা মিয়ার মেয়ে। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি। তিনি সাভার সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আরও পড়ুন

×