ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নিরাপদ পোল্ট্রি ও কৃষিচর্চায় প্রশিক্ষণ

নিরাপদ পোল্ট্রি ও কৃষিচর্চায় প্রশিক্ষণ

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার ধাপগুলো নিয়ে আলোচনা হয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৭ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ১০:১৭

নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রিজাত পণ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে রাজধানীর আদাবরে পিকেএসএফ ও বায়োটেক মাসরুমের সহায়তায় ‘ট্রেইনিং অন গ্লোবাল গুড অ্যাগ্রিকালচার প্রাকটিস অ্যান্ড এইচএসিসিপি’ অনুষ্টিত হয়েছে। এতে প্রশিক্ষণ প্রদান করেন ড. মো. আরিফ মাহমুদ, বাসেতছানা ফ্রান্সিনা থাবানে ও ড. সুসিটা। ২৫ জন এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আরএমটিপি প্রকল্পের আওতায় ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি দুই দিন এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার ধাপগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়। এছাড়া উত্তম পদ্ধতিতে ব্রয়লার মুরগি পালন, নিরাপদ মুরগির খামার গঠন, নিরাপদ পোল্ট্রি ফিড, নিরাপদ পানি ও খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। 

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পিকেএসএফ-এর সিনিয়র জেনারেল ম্যানেজার ও আরটিপি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ড. আকন্দ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশে উত্তম কৃষিচর্চার ওপর প্রশিক্ষণ প্রদান করছি। আমরা মনে করি, খাদ্য নিরাপদ হলেই পুষ্টি সমৃদ্ধ ও মেধাবি জাতি গঠন সম্ভব। 

এ প্রশিক্ষণের প্রশিক্ষক ড. মাহমুদ বলেন, মূলত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দেশের খামারিদের নিরাপদ পোল্ট্রি পণ্য উৎপাদনে উৎসাহিত করা যাবে। এর ফলে প্রান্তিক পর্যায়ে উত্তম কৃষিচর্চার ধাপ অনুসরণ করে খামারিরা মুরগি পালনে উৎসাহিত হবে। 

আরও পড়ুন

×