রাবি শিক্ষার্থীকে ছিনতাইকারীদের ছুরিকাঘাত

রাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১০:২৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের সামনের মাঠে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ফিরোজ আনাম অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথা ও পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কী ছিনিয়ে নিয়েছে, তাৎক্ষণিক জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেঁচামেচি শুনে কয়েকজন শিক্ষার্থী এগিয়ে গেলে ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে মাদার বখশ হলের সামনে দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হায়দার বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ প্রশাসনকে জানিয়েছি, বিষয়টি শিগগির তারা ব্যবস্থা নেবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়