ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ল্যাঙ্গুয়েজ লীগের উদ্বোধনীতে বিশিষ্টজন

বাংলা ভালোবাসবো, সব ভাষাই শিখব

বাংলা ভালোবাসবো, সব ভাষাই শিখব

শুক্রবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটি মিলনায়তনে দু'দিনের ল্যাঙ্গুয়েজ লীগের উদ্বোধন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, চীন দূতাবাসের মিনিস্টার কনসুলার ইয়ান হুলং, এনএসইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বেনজির আহমেদ, ট্রাস্টি শিল্পপতি এম এ হাসেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামসহ অতিথি ও শিক্ষার্থীরা -সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১০:২৫ | আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ | ০৪:৫০

রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলায় শিক্ষা পেয়েছিলেন 'আগে চাই বাংলা ভাষার গাঁথুনি, তারপরে ইংরেজি শেখার পত্তন।' বাংলার গাঁথুনি মজবুত করে বিদেশি ভাষা শিক্ষার পত্তন দৃঢ় করতে শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী বহুমাত্রিক ভাষা উৎসব 'ডেটস প্রেজেন্টস ল্যাঙ্গুয়েজ লীগ ২০১৯'। সমকালের সহযোগিতায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজ বিভাগের আয়োজনে উৎসবের প্রথম দিনের উপজীব্য ছিল, 'বাংলা ভালোবাসবো, সব ভাষাই শিখব'।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এনএসইউ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তৃতাতেও ফিরে ফিরে আসে, বাংলা ভাষাকে ধারণ করে বিদেশি ভাষাকে শেখার আহ্বান। উদ্বোধনী অনুষ্ঠানের পর ৯৯১ শিক্ষার্থী বাংলা, ইংরেজি ও চীনা ভাষার প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার চূড়ান্ত পর্ব শেষে সমাপনী অনুষ্ঠানে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, চীন দূতাবাসের মিনিস্টার কনসুলার ইয়ান হুলং, এনএসইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান বেনজির আহমেদ, ট্রাস্টি শিল্পপতি এম এ হাসেম। সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়- এ তিন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইংরেজি ভাষায় বানান দক্ষতা ও প্রবন্ধ লেখায় প্রতিযোগীর সংখ্যাই বেশি। কিন্তু বিস্মিত করে চীনা ভাষার প্রতিযোগীর সংখ্যা। শিশু শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পড়ূয়া; শতাধিক প্রতিযোগী অংশ নেয় চীনা অক্ষর লেখার প্রতিযোগিতায়! সাত-আট বছর বয়সি শিক্ষার্থীরাও চীনা অক্ষর লিখেছে। ইংরেজি বানান প্রতিযোগিতার প্রতিযোগীরা নিমেষেই কঠিন সব বানান বলে দিচ্ছিলেন।

প্রতিযোগীরা জানালেন, দুনিয়া বদলে যাচ্ছে। বাংলাদেশিরা এখন শুধু ইংরেজি, আরবি ভাষার দেশে নয় ফরাসি, জার্মান, চীনা, জাপানি ভাষার দেশেও যাচ্ছেন, কাজ করছেন। তাই বাংলা ও ইংরেজির বাইরে আরও একটি ভাষা শেখা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী নাইম আশরাফ বলেন, চীনা ভাষা শিখছেন। কতটা শিখেছেন, তা যাচাই করতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, পৃথিবীর অর্ধেক মানুষ বাংলা, ইংরেজি ও চীনা ভাষায় কথা বলে। পৃথিবী একটি গ্রামে পরিণত হচ্ছে। তাই প্রতিবেশীর ভাষা জানা থাকা দরকার। সব ভাষাই মহান। বাংলা ভাষা, মায়ের ভাষা। বাংলা ভাষাকে ভালোবেসে বাকি সব ভাষাকেই সম্মান করতে হবে।

কবি মাইকেল মধুসূদন দত্তের উদাহরণ টেনে পরিকল্পনামন্ত্রী বলেন, কবি 'সাহেব' হতে চেয়েছিলেন। বাংলা ছেড়ে ইংরেজি শিখতে চেয়েছিলেন। কিন্তু শেষটায় বুঝতে পেরেছিলেন, বাংলা তার আশ্রয়। ইতিহাস থেকে আত্মপরিচয় জানতে হবে। নিজের দিকে তাকাতে হবে। মন্ত্রী বলেন, শিক্ষা খাতে প্রচুর ব্যয় করছে সরকার। সাধারণ মানুষের টাকায় চলছে বিশ্ববিদ্যালয়গুলো। এ টাকার সদ্ব্যবহারে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের কথা শুনতে কান পেতে আছেন।

সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, সমকাল তরুণ প্রজন্মের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এ দায় থেকে এনএসইউর আয়োজনে সহযোগী হয়েছে। আজকের তরুণরা বৈশ্বিক প্রজন্ম, মানবিক প্রজন্ম। তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আন্তর্জাতিক পর্যায়ের কঠিন পরীক্ষায় বাংলাদেশকে উত্তীর্ণ করবে। এ জন্য বিদেশি ভাষাগুলোও জানতে হবে। কিন্তু বাংলা ভাষাকে ভুলে নয়।

বেনজির আহমেদ বলেন, এনএসইউ দেশসেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়। এনএসইউ শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের যোগ্য করতে চায়। তাই শুধু ইংরেজি নয়, জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইতালিয়ান, জাপানি ভাষাও জানা থাকতে হবে। আগামী বছর থেকে জাপানি ভাষা শিক্ষা চালু করবে এনএসইউ।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম দু'জনেই ইংরেজি ভালো জানতেন। কারণ, বাংলা ভাষা তারা খুব ভালো জানতেন। বাংলা শিখে নিজেকে বিদেশি ভাষায় প্রস্তুত করতে প্রতিযোগীদের পরামর্শ দেন উপাচার্য।

আরও পড়ুন

×