দিনের গরম কমে আসবে দু'দিন পর

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৯ | ১০:৩৫
নীল আকাশে ভেসে বেড়াচ্ছে হালকা সাদা মেঘ। অথচ দুদিন আগেও দেখা যায় বিক্ষিপ্ত বৃষ্টি। দুদিনের ব্যবধানে এখন সাদা মেঘ আকাশে। তাপমাত্রা কমতে শুরু করেছে। কমেছে রোদের তেজও। তবে দিনের বেলায় ভ্যাপসা গরম থাকবে আরও দুয়েকদিন।
আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর বলছে, বাংলাদেশ থেকে গত ১৪ অক্টোবর বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। এ কারণে বৃষ্টি কম হচ্ছে। ফলে দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে। এমন আবহাওয়া আরও দু'দিন থাকতে পারে। এরপর থেকে রাতের তাপমাত্রা কমে যাবে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বর্ষাকাল বা মৌসুমি বায়ু বিদায় নিলেও এর প্রভাব কিছুটা লক্ষণীয়। এ কারণে কিছু দিন আগেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল। তবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সাগরে ঘূর্ণিঝড়েরও লক্ষণ নেই।
দেশের নিম্নাঞ্চল ও জলাশয়গুলোতে পানি জমে থাকায় সেখান থেকে জলীয় বাষ্পের সৃষ্টি হচ্ছে। ফলে মানুষের গরম অনুভূত হয়।
- বিষয় :
- আবহাওয়া অধিদপ্তর