ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

৩০ দিনের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

৩০ দিনের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৩৬

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আগামী ৩০ দিনের মধ্যে প্রকাশ করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এ ছাড়া সারাদেশে সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার চাওয়া হয়েছে।

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। দাবি না মানলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন নেতারা।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব জাকারিয়া কাজল, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোরসালিন নোমানী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য শাহনেওয়াজ দুলাল, ডিইউজের সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, সহসভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম ও সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ প্রমুখ।

বক্তারা বলেন, সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে গত ১১ বছরে সহস্রাধিক অনুষ্ঠান হয়েছে। তবে কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি। মন্ত্রী আশ্বাস দেন, কিন্তু তার বাস্তবায়ন হয় না। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত দেশে যত সাংবাদিক হত্যার শিকার হয়েছেন তার কোনোটির বিচার হয়নি। দু-একটার যা হয়েছে, তা নিয়ে তাঁদের পরিবার সন্তুষ্ট হতে পারেনি।

প্রতীকী অনশন শেষে বেলা দেড়টার দিকে সাংবাদিক নেতাদের একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেন। এতে ৩০ দিনের মধ্যে সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশসহ চার দফা দাবি তুলে ধরা হয়।

আরও পড়ুন

×