ব্র্যাক ইউনিভার্সিটিতে সেফগার্ডিং অ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত

ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০৯:৫০ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:৩২
ব্র্যাক ইউনিভার্সিটির সাভার রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে ‘ক্যাম্পাস সেফগার্ডিং ফ্রেমওয়ার্ক’ শীর্ষক তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস এই সেশনগুলো আয়োজন করেছে। প্রায় ১৬শ’ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা এতে অংশ নেন।
ব্র্যাক ইউনিভার্সিটির ডেপুটি প্রক্টর ও সেফগার্ডিং লিড অ্যাডভোকেট ফারহান হক ছাড়াও সচেতনতামূলক এই তিনটি সেশন পরিচালনায় অংশগ্রহণ করেন প্রক্টর ড. রুবানা আহমেদ, ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ দ্য প্রক্টরের জুনিয়র প্রক্টর এবং কর্মকর্তা খালিদ আমিরুল ইসলাম, সাবরিনা জাহান, তামান্না কায়সার এবং হালিমা খাতুন।
সেশনে উপস্থিত ছিলেন রেসিডেন্সিয়াল ক্যাম্পাস সুপারিনটেন্ড মীর সাদিক ফয়সাল এবং অ্যাসিসটেন্ট ক্যাম্পাস সুপারিনটেন্ড মোরশেদুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।
এই সেশনের উদ্দেশ্য শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ ও সমন্বিত পরিবেশের অঙ্গীকারকে শক্তিশালী করা। সেফগার্ডিং, ক্যাম্পাস সেফগার্ডিং সম্পর্কে ধারণা দেওয়া এবং একাডেমিক, নন-একাডেমিক অসদাচরণের পরিনতি, সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্বশীল ব্যবহার, যেকোনো অসদাচরণ সম্পর্কে অবহিত করা ছিল এই সেশনের উদ্দেশ্য।
সেফগার্ডিং সেশনে ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ প্রক্টর শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের সবার জন্য নিরাপত্তা এবং তাদের মতামত প্রকাশ নিশ্চিত করতে যথাযথ সেফগার্ডিং প্রটোকলসহ শক্তিশালী সেফগার্ডিং প্রক্রিয়া তৈরি এবং বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে। সংবাদ বিজ্ঞপ্তি