ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বুয়েটের সঙ্গে কাজ করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়

বুয়েটের সঙ্গে কাজ করতে চায় স্থানীয় সরকার মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | ২৩:৫৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:২৩

বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের 'প্ন্যানিং উইক: স্পেশাল প্ল্যানিং ফর দ্য ফিউচার' শীর্ষক সেমিনারে তিনি এ মতপ্রকাশ করেন।

তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'আমার গ্রাম আমার শহর' দর্শন বাস্তবায়নে পরিকল্পনাবিদদের সম্পৃক্ত করা গেলে শহরের নাগরিক সুবিধা গ্রামের মানুষের কাছে পৌঁছানো সহজ হবে। এতে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা কমবে।

বাসযোগ্য ঢাকা শহরের জন্যই বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিকল্পিত ঢাকার জন্য পরিকল্পনাবিদসহ সবাইকে কাজ করতে হবে। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় পরিকল্পনাবিদদের ভূমিকা রাখার আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। আগামী ১০০ বছরের জন্য তিনি বাংলাদেশের পথপরিক্রমা ডেল্টা প্ল্যানের মাধ্যমে ঠিক করেছেন।

বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল জব্বার খানের সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।

আরও পড়ুন

×