ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আজহারুল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিলো পুলিশ

আজহারুল হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিলো পুলিশ

আসমা আক্তার ও ইমাম মাওলানা আব্দুর রহমান

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:২২

রাজধানীর দক্ষিণখানে ২০২১ সালে গার্মেন্টস শ্রমিক আজহারুল ইসলাম হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

সম্প্রতি ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই ফারুক মিয়া এ অভিযোগপত্র জমা দেন। এতে দক্ষিণখান সরদারবাড়ি জামে মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুর রহমান ও নিহতের স্ত্রী আসমা আক্তারকে অভিযুক্ত করা হয়েছে। তারা দু'জনই বর্তমানে কারাগারে আছে।

আজহারুল ছিলেন আসমার তৃতীয় স্বামী। এ দম্পতি দক্ষিণখান থানা এলাকায় বসবাস করত। পরকীয়ার সম্পর্কের জেরে ২০২১ সালের ২০ মে আসমা আজহারুলকে বিষ মেশানো খাবার খাইয়ে হত্যা করে। এ ঘটনায় ২৬ মে দক্ষিণখান থানায় মামলা করেন আজহারুলের ভাই হাসান।

আরও পড়ুন

×