ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখা চলবে না: জাতীয় মুক্তি কাউন্সিল

সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখা চলবে না: জাতীয় মুক্তি কাউন্সিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৫০ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩:৫০

আগামী ১ মার্চ থেকে সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল।

সংগঠনের নেতারা বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় প্রতিষ্ঠিত সরকারি হাসপাতালে প্রাইভেট রোগী দেখার সিদ্ধান্ত জনগণের ওপর হামলা। বিশ্বব্যাংকের নির্দেশে সরকার রাষ্ট্রীয় চিকিৎসাসেবা ব্যবস্থাকে একে একে বেসরকারিকরণ করে চলেছে। লুটেরা ব্যবসায়ীদের হাতে এই দেশের চিকিৎসা ব্যবস্থা তুলে দিচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মুক্তি কাউন্সিল আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন।

জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন লেখক শিবিরের সাধারণ সম্পাদক কাজী ইকবাল, গণতান্ত্রিক যুব সংগ্রামের সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার ও জয়ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাষ।

নেতারা বলেন, রাষ্ট্রীয় চিকিৎসা সেবাকে বেসরকারিকরণে সরকার ইতিমধ্যে সরকারি হাসপাতালে ইউজার ফি চালু করেছে। এখন ডাক্তারদের প্রাইভেট প্রাকটিস চালু করতে যাচ্ছে। এই হচ্ছে এদের উন্নয়ন!

তারা আরও বলেন, সরকারি হাসপাতালে প্রাইভেট ব্যবসা চলবে না। এসব হাসপাতালে দুই শিফটে বিনামূল্যে বহির্বিভাগ চিকিৎসা চালু করতে হবে।

এসময় ৫৩টি অত্যাবশকীয় ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং জনসংখ্যা অনুপাতে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ারও দাবি জানান নেতারা।

আরও পড়ুন

×