ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

‘বিচারব্যবস্থা স্বাধীন না হলে সবকিছু অর্থহীন’

‘বিচারব্যবস্থা স্বাধীন না হলে সবকিছু অর্থহীন’

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ২০:৪৯ | আপডেট: ১১ মার্চ ২০২৩ | ২০:৪৯

‘‘বিচারব্যবস্থা স্মার্ট না হলে‌ ‘স্মার্ট বাংলাদেশ’ হবে না। পাতাল রেল বা সেতু দিয়ে দেশ স্মার্ট হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত হচ্ছে স্বাধীন বিচারব্যবস্থা। তা না হলে সবকিছুই অর্থহীন হয়ে পড়ে।’’

অষ্টম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা-২২-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তানভীর মুহাম্মদ ত্বকীর ২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। 

মঞ্চের আহ্বায়ক ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শওকত আরা হোসেন প্রমুখ। 

সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘ত্বকী ছিলেন অশেষ সম্ভাবনার প্রতীক। অঙ্কুরে এ সম্ভাবনাকে হত্যা করা হয়েছে। এমন নির্মম হত্যার বিচার কেন ১০ বছরেও হবে না?’

সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘ত্বকী হত্যার বিচার কেন হচ্ছে না, তা সারাদেশের মানুষ বুঝতে পারে। এখানে এমন প্রভাবশালী লোকজন জড়িত, রাষ্ট্রের ছত্রছায়ায় যাদের বেড়ে ওঠা। তারা রাষ্ট্রকেই মানতে চায় না।’  

রামেন্দু মজুমদার বলেন, ‘নারায়ণগঞ্জ এখন বাংলাদেশের প্রতীক। ত্বকী প্রজ্বলিত আলোর প্রতীক, সম্ভাবনার প্রতীক।’ 

রফিউর রাব্বি বলেন, ‘রাষ্ট্র কতটা নিষ্ঠুর ও বর্বর হতে পারে তার উদাহরণ এই ত্বকী হত্যা। তৈরি করে রাখা অভিযোগপত্র আদালতে জমা দেওয়ার জন্য ত্বকী হত্যা মামলার তারিখ ঘুরেছে ৬২ বার।’

অনুষ্ঠানে সারাদেশের বিজয়ী ৬০ জনকে পুরস্কার দেওয়া হয়। ছয়টি বিভাগে শ্রেষ্ঠ ৬ জনকে ‘ত্বকী পদক’ দেওয়া হয়। সেরা ১০ জনের লেখা ও আঁকা নিয়ে প্রকাশিত হয় স্মারক ‘ত্বকী’।

আরও পড়ুন

×