ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রথম আলোর প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড

প্রথম আলোর প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩ | ১৮:১৬ | আপডেট: ৩১ মার্চ ২০২৩ | ১৮:১৬

স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল বলে মন্তব্য করেছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

সংগঠনের সভাপতি মোজাম্মেল বাবু এবং সাধারণ সম্পাদক ইনাম আহমেদ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ। বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

কেউই আইনের ঊর্ধ্বে নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়ার আহ্বান জানান নেতারা।

আরও পড়ুন

×