ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অনলাইনে কয়েক মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট

অনলাইনে কয়েক মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের ট্রেনের অগ্রিম টিকিট

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩ | ০৯:২১ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ | ০৯:২১

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। তবে টিকিট বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যে পশ্চিমাঞ্চলের ১৭ তারিখের অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে বলে জানা যায়।

শুক্রবার সকাল ৮টা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ট্রেনের টিকিট এবার শতভাগ অনলাইনে দেওয়া হয়েছে। কোনো কাউন্টারেই এবার টিকিট বিক্রি হচ্ছে না।

সকাল ৮টার পর ওয়েবসাইটে ঢুকে দেখা যায়, রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহীসহ উত্তরবঙ্গগামী কোনো ট্রেনেরই টিকিট নেই। 

তবে যেসব রুটে বরাবরই চাপ কম থাকে সেসব রুটে টিকিট মিলছে, তবুও বেশ পরে। সকাল সাড়ে ৮টায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেটের সব ট্রেনেই টিকিট পাওয়া গেছে। ঢাকা-খুলনা রুটেও কিছু সিট খালি দেখা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, এবার ঈদে ট্রেনে প্রতিদিন বিক্রি করা হবে ২৫ হাজার ৭৭৮টি টিকিট। আজ প্রথম দিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৪ হাজার ২৪৫টি টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চলের সব টিকিট বিক্রি হয়ে গেছে। কম বিক্রি হয়েছে সিলেট অঞ্চলের টিকিট।

পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ শুধু আগামী ১৭ এপ্রিলের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হচ্ছে। একইভাবে আগামীকাল (৮ এপ্রিল) ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট, ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট এবং ১১ তারিখ ২১ এপ্রিলের ঈদ যাত্রার টিকিট রেলের ওয়েবসাইটে বিক্রি করা হবে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঈদের ফিরতি যাত্রার টিকিট ১৫ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে। ওইদিন ২৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। এরপর ১৬ তারিখ আগামী ২৬ এপ্রিলের, ১৭ তারিখ ২৭ এপ্রিলের, ১৮ তারিখ ২৮ এপ্রিলের, ১৯ তারিখ ২৯ এপ্রিলের এবং ২০ তারিখ ৩০ এপ্রিলের ফিরতি টিকিট রেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে দেওয়ার কারণে কমলাপুরে টিকিটপ্রত্যাশীদের সেই চিরচেনা ভিড় নেই। ফলে টিকিট কাটা যাত্রীদের দুর্ভোগের খবর চোখে পড়েনি। 


আরও পড়ুন

×