ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ঈদের আগে-পরে ১২ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

ঈদের আগে-পরে ১২ দিন ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০৯:১০ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০৯:৪১

ঈদের আগে ও পরে সবমিলিয়ে ১২ দিন ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক অর্থাৎ ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে জানিয়েছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে আজ রোববার দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, ঈদের আগে পাঁচদিন এবং পরে সাতদিন ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে।

সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী পবিত্র ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরাত্বারোপ করেন। তিনি বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সড়কে শৃঙ্খলা কীভাবে কার্যকর করা যায় সেটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জ, বগুড়া উত্তরাঞ্চলের রাস্তাটি যেন সচল থাকে।

গাজীপুর প্রথম অগ্রাধিকার- একথা উল্লেখ করে তিনি বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় একশ' বৈদ্যুতিক বাস চলবে উল্লেখ করে সভায় মন্ত্রী যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

×