ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

প্রবাসী বাংলাদেশির পরিসংখ্যান নেই বিবিএসের প্রতিবেদনে

প্রবাসী বাংলাদেশির পরিসংখ্যান নেই বিবিএসের প্রতিবেদনে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ১৫:৩৪ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ১৫:৩৬

দেশে মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমন্বয়কৃত জনশুমারি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রোববার এক সংবাদ সম্মলেনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে জরিপের কোনো পর্যায়েই প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের তথ্য প্রকাশ করা হয়নি। একইভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের তথ্যও জানানো হয়নি। 

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুারোর (বিএমইটি) ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী- এক কোটি ২৮ লাখ তিন হাজার ১৮৪ জন বাংলাদেশি কাজের জন্য বিদেশে অভিবাসন নিয়েছে। এর বাইরে শিক্ষা ও প্রশিক্ষণেও অনেকে দেশের বাইরে রয়েছেন। বড় এই সংখ্যাকে জরিপের প্রাথমিক প্রতিবেদন, যাচাই প্রতিবেদন ও সমমন্বয়কৃত প্রতিবেদনের কোথাও প্রকাশ করা হয়নি। 

এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিবিএসের মহাপরিচালক জানান, এ বিষয়টি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। জরিপের পরবর্তী প্রতিবেদনগুলোতে তা প্রকাশ করা হবে। ৩০টির মতো প্রতিবেদন প্রকাশের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী ও বিদেশিদের তথ্য একই সঙ্গে প্রকাশ করা খুব কঠিন ছিল না। এই তথ্যগুলো প্রতিবেদনে থাকা উচিত ছিল। 


আরও পড়ুন

×