সরকারি হিসাবে মার্চে সড়কে নিহত ৪১৫, বেসরকারি হিসাবে ৫ শতাধিক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩ | ১৩:৪৪ | আপডেট: ১০ এপ্রিল ২০২৩ | ১৩:৪৪
বেসরকারি সংগঠনগুলো আরও কয়েকদিন আগেই জানিয়েছিল গত মার্চ মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ শতাধিক। তবে সরকারি হিসাবে জানানো হয়েছে, মার্চে সারাদেশে ৩৮৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১৫ জন। আহত হয়েছেন ৬৮৮ জন।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিভাগীয় কার্যালয়ের তথ্যেও বরাতে আজ সোমবার এ পরিসংখ্যান জানিয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার বিআরটিএ এ তথ্য প্রকাশ করে। তবে এর আগের দিন রোড সেফটি ফাউন্ডেশনের একটি বেসরকারি প্রতিষ্ঠান জানিয়েছিল, মার্চ মাসে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় ৫৬৪ জন নিহত এবং ১ হাজার ৯৭ জন আহত হয়েছেন। একই দিনে যাত্রী কল্যাণ সমিতি জানিয়ে ছিল, মার্চে ৪৮৭টি সড়ক দুর্ঘটনায় ৫৩৮ জন নিহত এবং এক হাজার ১৩৮ জন আহত হয়েছেন।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্চে ৫৩৬টি যানবাহন দুর্ঘটনায় পতিত হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৮ দশমিক ৬৬ শতাংশ তথা ১০০টি মোটরসাইকেল। দুর্ঘটনায় নিহত ৮৭ জন ছিলেন মোটরসাইকেলে চালক বা আরোহী। যা মোট নিহতের প্রায় ২১ শতাংশ। সর্বোচ্চ ঢাকা বিভাগে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১৩৫ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন।
চলতি বছর থেকে প্রতি মাসে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সরকারিভাবে প্রকাশ করা হচ্ছে। বিআরটিএর হিসাবে জানুয়ারিতে ৩২২টি দুর্ঘটনায় ৩৩৩ জন নিহত হন। ফেব্রুয়ারিতে ৩০৮টি দুর্ঘটনায় প্রাণ যায় ৩০৩ জনের। যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ফেব্রুয়ারিতে ৪৪৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৪৬৭ জন।