ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মেজর মান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মেজর মান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ফাইল ছবি।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ১৪:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ১৬:৫৮

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর এম মান্নানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪ কোটি ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলা করা হয়।   

মঙ্গলবার দুদকের মানিলন্ডারিং শাখার উপপরিচালক মো. আবদুল মাজেদ বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা করেন। 

এজাহারে বলা হয়েছে, মেজর (অব.) আব্দুল মান্নান ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে মো. রফিকের নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১১ কোটি ৭০ লাখ টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে মোট ১৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার ২৫ টাকা আত্মসাৎ করেছেন। এতে দণ্ডবিধির ৪০৬, ৪০৯, ৪২০, ১০৯ ধারা এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারার অপরাধ প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হওয়ায় কমিশনের অনুমোদন নিয়ে মামলা করা হয়েছে।

ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, জালিয়াতি করে সরকারি প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যা শাস্তিযোগ্য অপরাধ। 

মামলার অন্য আসামিরা হলেন- মেজর (অব.) এমএ মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান, উইনওয়্যার লিমিটেডের রফিক উদ্দিন, বিআইএফসির সাবেক পরিচালক মিস তানজিলা মান্নান, বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এ এন এম জাহাঙ্গীর আলম, মহিউদ্দীন আহমেদ, রোকেয়া ফেরদৌস, ম্যাক্সনেট অনলাইনের মালিক ও বিআইএফসির পরিচালক, রইস উদ্দিন আহমেদ, বিআইএফসির সাবেক এমডি মো. মাহমুদ মালিক, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, বিআইএফসির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি ও ইউনিট হেড আহমেদ করিম চৌধুরী, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন এবং সাবেক এভিপি ও ইউনিট হেড মো. আওলাদ হোসেন। 


আরও পড়ুন

×