ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিনিয়র সচিব হলেন আবু বকর ছিদ্দীক

সিনিয়র সচিব হলেন আবু বকর ছিদ্দীক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:০৯ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১৫:০৯

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) আবু বকর ছিদ্দীককে সিনিয়র সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপনসহ একাধিক নিয়োগ ও বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। বর্তমানে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, পায়রা বন্দরের নতুন দায়িত্ব পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগ থেকে নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহজাহানকে নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×