এআইইউবির রেজিস্ট্রার হলেন জাহিদুল ইসলাম

--
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১৮:০০
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। তিনি গত ১ এপ্রিল দায়িত্বভার গ্রহণ করেছেন।
ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান একাডেমিক এবং এক্সিকিউটিভ উভয় বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবে কর্মরত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।