ঈদের দিন অবস্থান ধর্মঘট করবেন রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩ | ১৬:১৪ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ | ১৬:১৪
রানা প্লাজা ধসের ঘটনায় আহত শ্রমিকদের ক্ষতিপূরণ, পুনর্বাসনসহ চার দাবিতে ঈদুল ফিতরের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করবে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গোলটেবিল বৈঠকে সংগঠনের সমন্বয়ক শাহ আলম হোসাইন এ কর্মসূচি ঘোষণা দেন। রানা প্লাজা ট্র্যাজেডির ১০ বছর পূর্তি উপলক্ষে বৈঠকের আয়োজন করা হয়।
তিনি বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১১ শতাধিক শ্রমিক নিহত হন এবং তিন হাজারের মতো শ্রমিক আহত হন। সে সময় জাতীয় ও আন্তর্জাতিক চাপে পড়ে সরকার কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেয়। কিন্তু তার সুফল আজও শ্রমিকরা পাননি।
সংগঠনটির দাবিগুলো হলো– রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের এক জীবনের আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা, রানা প্লাজার ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার শেষ করা, দেশের শ্রম আইন সংস্কার করে আইনকে শ্রমিকবান্ধব করে গড়ে তুলতে হবে এবং দেশের সব শিল্প খাতে আহত শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসা এবং সরকারি ভাতার ব্যবস্থা। এসব দাবি আদায়ে ঈদের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রমিকদের নিয়ে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে অবস্থান ধর্মঘট করা হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিক রানা প্লাজা সারভাইভাল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান হৃদয় ও টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা।