ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মার্কেট-শপিংমলের অগ্নিনিরাপত্তায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: ফায়ার সার্ভিস

মার্কেট-শপিংমলের অগ্নিনিরাপত্তায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: ফায়ার সার্ভিস

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩ | ১৭:০৬ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৩ | ১৭:০৬

মার্কেট ও শপিংমলের অগ্নিনিরাপত্তা বাড়াতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিনের নির্দেশনা অনুযায়ী রোববার ও সোমবার ঢাকা শহরের বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে অগ্নিঝুঁকি নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

ব্যবসায়ীদের উদ্দেশে তাজুল ইসলাম বলেন, জীবন ও সম্পদের সুরক্ষা দিতে মার্কেট ও শপিংমলের অগ্নিনিরাপত্তা বাড়াতে সবার সমন্বিত সহযোগিতা প্রয়োজন। আন্তরিক হলেই কেবল ভবিষ্যতে বঙ্গবাজার ও নিউমার্কেটের মতো ভয়াবহ অগ্নি দুর্ঘটনা এড়ানো সম্ভব।

এ সময় তিনি অগ্নিনিরাপত্তার দিক থেকে মার্কেটগুলোর বিভিন্ন অসংগতি তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে করণীয় বিষয়েও সবাইকে ধারণা দেন। এ সময় ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির নেতারা বলেন, ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী তাঁরা মার্কেট ও শপিংমলের অগ্নিঝুঁকি নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করবেন।

সভায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা। এ ছাড়া গাউছিয়া মার্কেট, নিউ সুপারমার্কেট, মৌচাক মার্কেট, গুলিস্তান পাতাল মার্কেট, বরিশাল প্লাজা, বঙ্গ হোমিও মার্কেট, আজাহার মার্কেট, এনেক্সকো টাওয়ার মার্কেট, ওয়ান স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গোল্ডেন প্লাজা মার্কেট, বঙ্গবাজার কমপ্লেক্স মহানগর ইউনিট মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতা, হোটেল ও দোকানের মালিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীসহ মার্কেটের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা এতে অংশ নেন।

আরও পড়ুন

×