ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসকে ইউজিসির কারণ দর্শানোর নোটিশ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ মে ২০২৩ | ০৭:০৭ | আপডেট: ০৪ মে ২০২৩ | ০৭:০৭
নোটিশে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এবং বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪-এর বেশ কিছু বিধি ভঙ্গের অভিযোগ উত্থাপন করে কর্তৃপক্ষের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বনানীর ২৬ কামাল আতাতুর্ক এভিনিউয়ের ঠিকানায় ইনসাইট ইনস্টিটিউট অফ লার্নিংয়ের চেয়ারম্যান বরাবরে এ জবাব চাওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪-এর বিধি ৪(১), ৪ (৬), ৭(৫) ও (ঞ), ১১(১) (গ), ১২(২) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (প্রযোজ্য ক্ষেত্রে ধারা এবং উপধারাসমূহের ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাস কর্তৃক ব্যত্যয় ঘটেছে বলে কমিশনের দৃষ্টিগোচর হয়েছে।
এতে আরও বলা হয়, এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্র নং-৩৭.০০.০০০০.০৮.২০.০০১.২০ ২১-৪৫২, তারিখ: ১২ ডিসেম্বর ২০২২ এর শর্তসমূহ প্রতিপালন করা হয়নি। বর্ণিত অবস্থায়, উপরিল্লিখিত বিষয়ে যথোপযুক্ত জবাব আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিশনের প্রেরণের জন্য নির্দেশ প্রদান করা হলো।
কারণ দর্শানোর নোটিশের বিষয়ে জানতে চাইলে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার সমকালকে বলেন, কী কারণে ইউজিসি শোকজ দিল বুঝতে পারছি না। আমরা কার্যক্রমই শুরু করলাম না। কিছুই করিনি।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় আমাদের অনুমোদন দিয়েছে। এরপর আমরা ৩ মাস অপেক্ষা করলাম ইউজিসির প্রক্রিয়াদি সম্পন্নের জন্য। ইউজিসি যেসব শর্ত ভঙ্গের অভিযোগ তুলেছে তার বহু কিছুই আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন, বলা হয়েছে আমাদের স্থায়ী সনদ নাই। স্থায়ী সনদ তো ৭ বছর পর দেওয়া হয়, আমরা তা কীভাবে নেব? বোর্ড গঠনে ইউজিসি কর্তৃপক্ষ তিনজন সদস্য দেওয়ার কথা, এটা তো তারা দেবেন। তারা এটা করে নাই।