চিফ হিট অফিসার
বুশরা আফরিন আর্শট-রক নিয়োগপ্রাপ্ত

উত্তর সিটি করপোরেশনের প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বুশরা আফরিন।
সাব্বিন হাসান
প্রকাশ: ০৪ মে ২০২৩ | ১৭:০৫ | আপডেট: ০৪ মে ২০২৩ | ১৭:০৯
ঢাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন যুক্তরাষ্ট্রের অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রক) সঙ্গে সমঝোতা চুক্তি করেছে। চুক্তির আওতায় দুই বছরে ঢাকায় ২ লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বিশ্বের বহু শহরে আর্শট-রক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার অংশ হিসেবে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়ে থাকে। ২০২১ সালে ফাউন্ডেশন থেকে প্রথম চিফ হিট অফিসার নিয়োগ করা হয়।
ফাউন্ডেশনের হয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স শহরে চিফ হিট অফিসার কাজ করছেন। ফাউন্ডেশন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশনের দায়িত্বে নিয়োগ পান বুশরা আফরিন। দক্ষিণ এশিয়ার কোনো শহরের প্রথম চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেলেন বুশরা আফরিন।
সঠিক তথ্য না জানার সীমাবদ্ধতার কারণে সোশ্যাল মিডিয়াসহ বেশকিছু গণমাধ্যম ‘চিফ হিট অফিসার’ নিয়োগকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়োগ হিসেবে অভিহিত করে বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে চলেছেন। যা বাংলাদেশের জন্য দুঃখজনক বলে অভিমত দিয়েছেন বিশিষ্টজনেরা।
চিফ হিট অফিসার (বুশরা আফরিন) নিয়োগ প্রসঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও অতিরিক্ত সচির মো. সেলিম রেজা সমকালকে জানালেন, চিফ হিট অফিসার নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই যুক্তরাষ্ট্রের আর্শট-রকফেলার ফাউন্ডেশন তার (বুশরা আফরিন) নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করেছে। তিনি আর্শট-রক কর্তৃক নিয়োগপ্রাপ্ত বিশ্বের ৮ম নারী। বাংলাদেশ থেকে যখন কেউ বৈশ্বিক কোনো পদে নিয়োগ পায় তা অবশ্যই বাংলাদেশের জন্য আনন্দের। বুশরা আফরিনের নিয়োগ অবশ্যই বাংলাদেশের জন্য সম্মানের।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান আর্শট-রকফেলার ফাউন্ডেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত বাংলাদেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করার লক্ষ্যে বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ করেছে।
ইতিমধ্যে প্রতিষ্ঠানটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে আরও সাতজন নারীকে চিফ হিট অফিসার (সিএইচও) হিসেবে নিয়োগ দিয়েছে। চিফ হিট অফিসার যেসব কাজ করবেন, তার অর্থায়ন করবে আর্শট-রক। তা ছাড়া চিফ হিট অফিসারের বেতনসহ সব খরচই বহন করবে আর্শট-রক।
উত্তর সিটি করপোরেশনের প্রথম চিফ হিট অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন বুশরা আফরিন।
বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা। পড়ালেখা করেছেন কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থার (শক্তি ফাউন্ডেশন) নির্বাহী হিসেবে কাজের অভিজ্ঞতা আছে তার।
আর্শট-রকফেলার ফাউন্ডেশনের (https://onebillionresilient.org/expert/bushra-afreen) ওয়েবসাইটে বুশরা আফরিন সম্পর্কে বিশদ তথ্য পাওয়া যাবে।
- বিষয় :
- বুশরা আফরিন
- চিফ হিট অফিসার
- আর্শট-রক