ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজউক চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

রাজউক চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১২:২৮ | আপডেট: ১৬ মে ২০২৩ | ১২:২৮

আদালতের আদেশ পালন না করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞাকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মে তাকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই আদেশ দেন।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম রসূল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।

আইনজীবী সূত্রে জানা যায়, প্লটসংক্রান্ত জটিলতার কারণে রাজধানীর নিকুঞ্জের বাসিন্দা খালিদ মাহমুদ হাইকোর্টে রিট করেন। পরে ওই রিটের শুনানি নিয়ে খালিদ মাহমুদের প্লটের বিষয়ে রাজউক চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশ না মানায় রাজউক চেয়ারম্যানের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়। আজ আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রাজউক চেয়ারম্যানকে তলবের আদেশ দেন।

আরও পড়ুন

×