শেখ হাসিনাকে পিএইচডি দিতে ঢাবিতে জাবি অধ্যাপকের আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১০:৪৮ | আপডেট: ১৭ মে ২০২৩ | ১০:৪৮
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন গ্রন্থসমূহ উদ্ধার ও প্রকাশনার জন্য’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সম্মানসূচক পিএইচডি’ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে আবেদন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ।
বুধবার তিনি উপাচার্যের দপ্তরে এসে তার হাতে আবেদনপত্র তুলে দেন।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ‘১৭ মে ১৯৮১ সালে জাতির পিতার কন্যা আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলার বুকে ফিরে আসেন। এই দিন বাংলার রাজনীতিতে চলমান খরার অবসান ঘটে, বসন্তের সুবাতাস বইতে থেকে। জাতি নতুন করে আশায় বুক বাঁধে, স্বপ্ন দেখে গণতন্ত্র ও মুক্তির। সেই মহান নেত্রী বিগত দিনগুলোতে দেশকে দিয়েছেন উন্নয়ন এবং জাতিকে দিয়েছেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘তিনি (শেখ হাসিনা) আমাদের দিয়েছেন অমূল্যবান ঐতিহাসিক সম্পদ বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়া চীন গ্রন্থসমূহ। বিশ্ববিদ্যালয়ের জ্ঞান চর্চায় প্রধানমন্ত্রীর এই অবদানের স্বীকৃতি স্বরূপ জাতির পিতার সুযোগ্য কন্যা গণতন্ত্র ও মুক্তির দূত শেখ হাসিনাকে সম্মানসূচক পিএইচডি দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
জাবি অধ্যাপক ফরিদ আহমেদ সমকালকে বলেন, ‘আমি বইগুলো পড়েছি। এটা জ্ঞানের ক্ষেত্রে মস্তবড় অবদান। প্রত্নতাত্ত্বিকরা যেমন মাটির নিচে একটা কয়েন পেলে তার অবদান হিসেবে ধরা হয়, অনুরূপ এটিকে আমার বড় অবদান মনে হয়েছে। এর আগে জাবি উপাচার্যকে এই বইগুলোর জন্য বঙ্গবন্ধুকেই পিএইচডি দেওয়ার আবেদন দিয়েছিলাম। এখন ঢাবি উপাচার্যকে দিলাম।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- শেখ হাসিনা
- ঢাবি
- জাবি
- পিএইচডি