ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কায়রোতে ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মিনিস্ট্রিয়াল সেশন

কায়রোতে ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মিনিস্ট্রিয়াল সেশন

--

প্রকাশ: ০৮ জুন ২০২৩ | ১৮:০০

গতকাল বৃহস্পতিবার মিসরের কায়রোতে ওআইসির উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মিনিস্ট্রিয়াল সেশনে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ওআইসিভুক্ত দেশগুলোতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে টেকসই উন্নয়ন নীতি ও কৌশল গ্রহণের আহ্বান জানান তিনি। তিনি বলেন, অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে চাহিদা অনুযায়ী সেবার উদ্ভাবন করতে হবে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ওআইসির সদস্য দেশগুলোর সমন্বয়ে ২০২০ সালে উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন গঠিত হয়।

আরও পড়ুন

×