দুদকের অভিযানে অর্ধশত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৩ | ১৬:২০ | আপডেট: ১০ জুন ২০২৩ | ১৬:২০
দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় দুদকের এনফোর্সমেন্ট টিম তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভিস টিমের সহায়তায় গত ৮ জুন এ অভিযান চালায়। এ সময় সব মিলিয়ে ৫৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরেকটি অভিযান
৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ভুয়া শ্রমিকের নাম ব্যবহার করে টাকা উত্তোলন এবং ভিজিডি কার্ড প্রদানে ঘুষ দাবির অভিযোগে দিনাজপুরের হাকিমপুরের আলিহাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আরেকটি অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।
অভিযানকালে কয়েকজন ভিজিডি কার্ডের সুবিধাভোগী ও শ্রমিকের সঙ্গে কথা বলে অভিযোগ সম্পর্কে নানা তথ্যপ্রমাণ পাওয়া যায়।