মতিঝিল আইডিয়ালে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ জুন ২০২৩ | ১৪:৫০ | আপডেট: ১২ জুন ২০২৩ | ১৪:৫০
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে দাবি জানিয়েছেন অভিভাবকরা। সোমবার এই দাবি জানিয়ে যৌথ বিবৃতি দেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের চেয়ারম্যান আলহাজ ফাহিম উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলহাজ রোস্তম আলী।
বিবৃতিতে বর্তমান শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটির লুটপাট ও দুর্নীতির আংশিক ফিরিস্তি তুলে ধরে নেতৃদ্বয় বলেন, এই স্কুলে সরকার পরিচালিত লটারি ছাড়াই বিভিন্ন শ্রেণিতে শতাধিক শিক্ষার্থীকে টাকার বিনিময়ে ভর্তি করা হয়েছে। অধিকাংশের কাছ থেকে পাঁচ-সাত লাখ টাকা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ক্যাচমেন্ট এরিয়ায় মতিঝিল ক্যাম্পাসে শুধু মতিঝিল এজিবি কলোনি দেখিয়ে ৪০ শতাংশ কোটা নির্ধারণ করে শত শত আসনে টাকার বিনিময়ে শিক্ষার্থী ভর্তি করিয়ে গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ কয়েক কোটি টাকার বাণিজ্য করেছেন।
তাঁরা আরও বলেন, গভর্নিং বডির প্রতিটি সভায় উপস্থিতির জন্য সভাপতি ২৫ হাজার এবং অন্য সদস্যরা ৬ হাজার টাকা করে সম্মানী নেন। তাঁরা বিভিন্ন খাত তৈরি করে লাখ লাখ টাকা লুটপাট করছেন।
নেতৃদ্বয় বলেন, বর্তমান গভর্নিং বডিতে খুনের মামলার চার্জশিটভুক্ত আসামি, ছাত্রীদের যৌন নির্যাতনকারী ও দুর্নীতিবাজরা রয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানান তাঁরা। সংবাদ বিজ্ঞপ্তি।