ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার: মাদক কারবারির যাবজ্জীবন

৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার: মাদক কারবারির যাবজ্জীবন

আদালত প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১২:১৭ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১২:১৭

রাজধানীর রামপুরা এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় পলাতক মাদক কারবারি জাহিদ হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।  

ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক সৈয়দ আরাফাত হোসেন মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

আসামি অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জাহিদ হাসান বরিশালের উজিরপুরের পান্থনিয়াকাঠি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানাধীন বনশ্রীর ৬ নম্বর রোডের বি ব্লকের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‍্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবুল বাশার রামপুরা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত করে ওই বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়। একই বছরের ২০ মে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

আরও পড়ুন

×