ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জঙ্গিবাদের বৈশ্বিক সূচকে নিম্ন ঝুঁকিতে বাংলাদেশ: এটিইউ প্রধান

জঙ্গিবাদের বৈশ্বিক সূচকে নিম্ন ঝুঁকিতে বাংলাদেশ: এটিইউ প্রধান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৫:২৫ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৫:২৯

পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক এস এম রুহুল আমিন বলেছেন, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিষয়ে সন্তুষ্টির সুযোগ নেই। বাংলাদেশ তিন-চার বছর আগেও জঙ্গিবাদের বৈশ্বিক সূচকে উচ্চ ঝুঁকির দেশ ছিল। সেখান থেকে নিম্ন ঝুঁকির দেশে পরিণত হয়েছি। জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিট ও কমিউনিটি পুলিশিং।

বুধবার ‘কমিউনিটি ও বিট পুলিশিং ব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিরোধ এবং বাংলাদেশের কৌশল’ শীর্ষক জাতীয় কনসালটেশন কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে এটিইউ ও জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউএনওডিসি যৌথভাবে এ আয়োজন করে।

এস এম রুহুল আমিন বলেন, অস্ট্রেলিয়ার পর্যালোচনামূলক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব পিস অ্যান্ড জাস্টিস বৈশ্বিক জঙ্গিবাদ নিয়ে কাজ করে। তারা জঙ্গিবাদ ও উগ্রবাদের দিক থেকে পাঁচটি ক্যাটাগরি করেছে। এর মধ্যে ২০১৬ ও ’১৭ সালে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমরা উচ্চ ঝুঁকির তালিকায় ছিলাম। ২০১৬ সালে দেশের অবস্থান ছিল ২২তম। ২০১৭ সালে ছিলাম ২১তম। অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় ছিলাম। এরপর থেকে সবার সম্মিলিত চেষ্টায় বৈশ্বিক এ সূচকে উন্নতি ঘটে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের অবস্থান ৪৩তম, রেটিং পয়েন্ট ৩ দশমিক ৮২। উপমহাদেশে বাংলাদেশের নিচে রয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। এমনকি ভারতও রয়েছে ১৩তম অবস্থানে (উচ্চ ঝুঁকি)। এ ছাড়া উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যও রয়েছে বাংলাদেশের চেয়ে বেশি ঝুঁকিতে। চারটি দেশই মধ্যম ঝুঁকিতে রয়েছে।

এটিইউ প্রধান বলেন, পাহাড়ে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা ও বিস্তীর্ণ এলাকায় জনসাধারণ না থাকায় জঙ্গিরা ওই স্থান বেছে নিয়েছে। আবার পাহাড়ি জনগোষ্ঠীর কিছু অংশ স্বার্থের কারণে জঙ্গিদের সমর্থন করছে। তবে জঙ্গি নির্মূল করতে পাহাড়ে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, এটিইউসহ বিভিন্ন সংগঠন কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কানাডিয়ান হাইকমিশনের পলিটিক্যাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের প্রতিনিধি ব্রাডলি কোর্টস বলেন, কানাডায়ও বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং রয়েছে। বাংলাদেশে উগ্রবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে বিট পুলিশিং খুবই আশাব্যঞ্জক ফল বয়ে এনেছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এ এস এম আলী আশরাফ, ঢাকার ইউএনওডিসির অফিসার ইনচার্জ শাহ মোহাম্মদ নাহিয়ান, এটিইউর ডিআইজি (অ্যাডমিন) মফিজ উদ্দিন, ডিআইজি (অপারেশন্স) মনিরুজ্জামান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×