ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য ওয়ালিউর রহমান আর নেই

আরশাদ ওয়ালিউর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৩ | ০৯:০৯ | আপডেট: ১৬ জুন ২০২৩ | ০৯:১১
ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য আরশাদ ওয়ালিউর রহমান আর নেই।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে নিজ বাসায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। আরশাদ ওয়ালিউর রহমান ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন এসকেএফ ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) ড. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, বাদ আসর গুলশানের আজাদ মসজিদে তার জানাজা হবে।
- বিষয় :
- ট্রান্সকম
- আরশাদ ওয়ালিউর রহমান
- লতিফুর রহমান