সরকার কোনো চাপে নেই, সংসদে নৌ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৩ | ১৬:১৮ | আপডেট: ১৯ জুন ২০২৩ | ১৬:১৮
সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সোমবার জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বলা হচ্ছে, বাংলাদেশের উপর জাতীয় ও আন্তর্জাতিক চাপ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী কয়েকদিন আগে জাপান, আমেরিকা, যুক্তরাজ্য, কাতার, সুইজারল্যান্ড সফর করেছিলেন। সরকার তো কোনো চাপ অনুভব করছে না। চাপে আছে তারা যাদেরকে এই দেশের জনগণ প্রত্যাখান করেছেন। ২০০৮ সালের নির্বাচনে ২৯টি আসন পেয়ে বিরোধী দলে বসেছিল বিএনপি। তারা আজকে বাংলাদেশকে ব্যর্থ করার চেষ্টা করছে। তারা তো চোর, খুনি, লুটেরা।’
২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর তারা দেশকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতায় সয়লাব করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলা ভাই, শায়খ আবদুর রহমানদের তৈরি করে বাংলাদেশে জঙ্গিবাদকে শৈল্পিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়ারা। আজকে তারা বড় বড় কথা বলে। তারা এখন আবার বাংলাদেশকে জঙ্গিবাদে রূপান্তর করতে চায়।’
দেশে দুই বিরোধী দল বাংলাদেশে দুইটা বিরোধী দল রয়েছে বলে দাবি করে সরকার দলীয় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘একটা হচ্ছে সংসদে সরকারের বিরোধী দল। রাস্তায় আরেকটা রাষ্ট্রের বিরোধী দল। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘জনগণ বলে ওরা (বিএনপি) যতই লাফালাফি করুক আমরা শেখ হাসিনাকে ভোট দেব। ওদেরকে (বিএনপি) ভোট দেব না। কারণ ওরা ভোট ডাকাত, চোর, অত্যাচার, নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় এসেছিল। আজকে আবার তারা হত্যার হুমকি দিয়ে, রক্তপাতের হুমকি দিয়ে..তারা যে এ সমস্ত কথা বলে জনগণ তাদের মোকাবিলা করতে পারে। মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের বিরোধিতা করেছিল, আজকে আবার তারা বিভিন্ন জায়গা থেকে সরব হয়েছে। দেশেও সরব হয়েছে, বিদেশেও সরব হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়ার একটা কমিটি আছে, তারা এ ষড়যন্ত্র করছে। এটার প্রধান হচ্ছে বাংলাদেশের একজন কুখ্যাত রাজাকারের নাতি। এগুলো মনে রাখতে হবে। আমাদের সরকারের গোয়েন্দাদের মাধ্যমে বাইর করতে হবে এরা কারা। যারা দেশের ভাবমূর্তিকে সারা পৃথিবীতে নষ্ট করার চেষ্টা করতেছে।’
মানুষ শেখ হাসিনাকে ভোট দেবেন দাবি করে শম্ভু বলেন, ‘তিনি (শেখ হাসিনা) পশ্চিমাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন। চীন বলেছে, শেখ হাসিনা শুধু তার কথা বলেন নাই, সারা দেশের বঞ্চিত নিষ্পেষিত সবার কথা বলেছে। এই যে সাপোর্ট পেয়েছি, তা আমাদের জন্য শুভ লক্ষণ।’
শম্ভু আরও বলেন, ‘এ দেশে ক্ষমতায় থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের দল আর বিরোধী দলেও থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের দল। প্রধানমন্ত্রীকে যারা খুন করতে চেষ্টা করেছে তারা আবারও বাড়াবাড়ি করা শুরু করেছে।’
- বিষয় :
- খালিদ মাহমুদ চৌধুরী