ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আনসার আল ইসলামের আঞ্চলিক শাখা কমান্ডার গ্রেপ্তার

আনসার আল ইসলামের আঞ্চলিক শাখা কমান্ডার গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১১:২৯ | আপডেট: ২১ জুন ২০২৩ | ১১:২৯

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’-এর নোয়াখালী জেলার অঞ্চলিক শাখা কমান্ডার হিসেবে দাবি করা এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মাহবুবুর রহমান (৩৮)।

বুধবার বিকেলে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নোয়াখালীর বেগমগঞ্জ থানায় গত ৫ মে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন মাহবুবুর রহমান।

আরও পড়ুন

×