স্মার্ট কৃষি বাস্তবায়নে সরকারের ৩ প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

স্মার্ট কৃষি বাস্তবায়নে সমঝোতা চুক্তি। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৬:৩৭ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৬:৩৭
স্মার্ট কৃষি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ পরিকল্পনা বাস্তবায়নে সরকারের তিনটি প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এসপায়ার টু ইনোভেটের (এটুআই) মধ্যে একটি যৌথ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন এবং এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় স্মার্ট কৃষি বাস্তবায়নে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গৃহীত স্মার্ট উদ্যোগে সহযোগিতা করবে এটুআই। এর অংশ হিসেবে কৃষি তথ্যের মানোন্নয়ন ও আন্তঃবিনিময় কাঠামো তৈরিতে সহযোগিতা করবে এটুআই। এ প্রযুক্তিগত উদ্ভাবন এবং কৃষক ও খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং স্মার্ট কৃষি ডিভাইসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতেও সহযোগিতা করবে এটুআই। এর মাধ্যমে দেশের কৃষিখাতে একটি সার্বিক ডেটা ইকোসিস্টেম নিশ্চিত করা যাবে।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ সচিব ড. নাহিদ রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সামসুল আরেফিন, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, এটুআইয়ের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজর আনীর চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এমদাদুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।