ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নিয়ম ভেঙে ইন্টার্ন করলে নিবন্ধন দেবে না বিএমডিসি

নিয়ম ভেঙে ইন্টার্ন করলে নিবন্ধন দেবে না বিএমডিসি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৩ | ১৫:৫৪ | আপডেট: ১১ জুলাই ২০২৩ | ১৫:৫৪

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটে নিয়ম না মেনে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ওই চিকিৎসককে পূর্ণ নিবন্ধন দেবে না। বিএমডিসির ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এমবিবিএস ও বিডিএস কোর্সে চূড়ান্ত পেশাগত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষার্থীদের বিএমডিসি থেকে সাময়িক নিবন্ধন সনদ নিয়ে আবাসিক প্রশিক্ষণ শুরু করতে হবে। এর আগেও নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

এবারের নোটিশে আরও বলা হয়, আবাসিক প্রশিক্ষণ শুরুর দিন থেকে সাময়িক নিবন্ধন সনদের মেয়াদ এক বছর। কোনো শিক্ষার্থী যদি সুনির্দিষ্ট কারণে সঠিক সময়ের মধ্যে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করতে ব্যর্থ হলে সাময়িক নিবন্ধন সনদের মেয়াদ বাড়িয়ে আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

সাময়িক নিবন্ধন সনদের মেয়াদ বৃদ্ধি না করে কোনো শিক্ষার্থী যেন আবাসিক প্রশিক্ষণে আবার যোগদান করতে না পারেন, সে বিষয়টি হাসপাতাল পরিচালক নিশ্চিত করবেন। অন্যথায় কাউন্সিল থেকে পূর্ণ নিবন্ধন দেওয়া হবে না বলেও নোটিশে উল্লেখ করা হয়। সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিট ও ইনস্টিটিউটগুলোর অধ্যক্ষ ও পরিচালক বরাবর এ নোটিশ দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×