ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার শুনানি আবারও পেছাল

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার শুনানি আবারও পেছাল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ | ০৮:০৭ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ | ০৮:০৭

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে আগামী ৮ আগস্ট অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আকতারুজ্জামান এ দিন ধার্য করেন।

বৃহস্পতিবার মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য আসামির পক্ষে তাঁর আইনজীবীরা সময়ের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে ৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন

×