ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেন থামিয়ে শ্রমিকদের আন্দোলন

ট্রেন থামিয়ে শ্রমিকদের আন্দোলন

এফডিসি সিগন্যালে ট্রেন থামিয়ে শ্রমিকদের রেললাইন অবরোধ। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ০৬:০০ | আপডেট: ১৬ জুলাই ২০২৩ | ০৭:১০

রাজধানীর এফডিসি সিগন্যালে চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইন অবরোধ করে আন্দোলন করছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল-যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার সকাল ১০টায় এফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা।

মূলত বাংলাদেশ রেলেওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা ৮ম শ্রেণি পাশ বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

অবস্থান কর্মসূচিতে থাকা শ্রমিকরা জানায়, বারবার রেল ভবনে স্মারকলিপি দেওয়ার পরও তারা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত শ্রমিকরা রেললাইন ছাড়বে। 

এদিকে এই আন্দোলনের ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশ করেনি এবং সেখান থেকে ছেড়েও যায়নি।

আরও পড়ুন

×