নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দলের’ সদস্য গ্রেপ্তার

রুহুল আমিন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৩:৪৫ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৩:৪৫
নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সক্রিয় সদস্য রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। বুধবার রাতে গাইবান্ধার পলাশবাড়ীর উদয়সাগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এটিইউয়ের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বৃহস্পতিবার জানান, চার বছর ছদ্মবেশে দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন রুহুল। তাঁর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এটিইউ জানায়, ২০১৯ সালের ডিসেম্বরে পলাশবাড়ীর হরিণমারী এলাকায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে ছয় সদস্যকে উগ্রবাদী বই, লিফলেটসহ গ্রেপ্তার করা হয়। ওই সময় রুহুল কৌশলে পালিয়ে আত্মগোপন করেন। তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।
/এসআর/