ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বৃহস্পতিবার 'দেশ এগিয়ে চলেছে' বইয়ের মোড়ক উন্মোচন

বৃহস্পতিবার 'দেশ এগিয়ে চলেছে' বইয়ের মোড়ক উন্মোচন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৩ | ০৮:২৪ | আপডেট: ২৩ জুলাই ২০২৩ | ০৯:১১

দেশের বিভিন্ন খাতে অর্জিত অগ্রগতি এবং আগামীর পথ পরিক্রমায় সম্ভাবনার বাস্তবে রূপান্তর ও সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ হটানোসহ সংশ্লিষ্ট খাতসমূহের বিভিন্ন দিক নিয়ে লিখিত বিশেষজ্ঞদের প্রবন্ধ অন্তর্ভুক্ত করে একটি বই প্রকাশ করা হয়েছে। 'দেশ এগিয়ে চলেছে' শীর্ষক বইটির সম্পাদনা করেছেন কাজী খলীকুজ্জমান আহমদ।

বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। 

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

যাদের লেখা প্রবন্ধ নিয়ে বইটি স্পম্পাদনা করা হয়েছে তারা হলেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, মোস্তফা জব্বার, সৈয়দ আবুল হোসেন, সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মো. আবুল কালাম আজাদ, ড. জাহাঙ্গীর আলম, ড. রাশিদ আসকারী, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ড. বদরুল ইমাম, ড. মো. জসীম উদ্দিন, ড. নুরুল কাদির, মো.শহীদ উল্লা খন্দকার, ড. কামাল চৌধুরী, আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ), আবদুস সামাদ ফারুক, আবদুল মান্নান, সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, এ কে এম শহীদুল হক, শেখ ইউসুফ হারুন।

আরও পড়ুন

×