নিরাপদ মাছ উৎপাদনে দরকার সব পক্ষের সমন্বয়

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৩:৩৯ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৩:৩৯
প্রতিবছর বাংলাদেশে মাছের উৎপাদন বাড়ছে। নিরাপদ মাছ উৎপাদন এবং প্রবৃদ্ধির হার বাড়াতে উৎপাদক থেকে ভোক্তার টেবিলে পৌঁছানো পর্যন্ত যে সব অংশীজন রয়েছেন তাদের মধ্যে সমন্বয় প্রয়োজন।
সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ফিড দ্য ফিউচার বাংলাদেশ অ্যাকুয়াকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় মাছ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। ইউএসএআইডির অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ।
কর্মশালায় মূল প্রবন্ধে প্রকল্পের সিনিয়র মার্কেট সিস্টেম স্পেশালিস্ট মো. জহিরুল ইসলাম বলেন, অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটির মাধ্যমে বেসরকারি খাতে যেসব পার্টনারশীপ গড়ে উঠেছে, তারা প্রত্যেকেই ব্যবসায়িকভাবে লাভবান হয়েছেন। তাদের প্রত্যেকের ব্যবসা বৃদ্ধির হার ন্যূনতম ১০ থেকে ১৫ শতাংশ, কোন কোন ক্ষেত্রে এ হার আরও বেশি।
বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যাক্টিভিটির প্রকল্পের প্রধান ড. মনজুরুল করিম বলেন, মাছ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়াতে ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে সাড়ে ২৪ মিলিয়ন ডলারের প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরই মধ্যে প্রকল্পটির আওতায় ২৩টি জেলায় প্রায় ৩ লাখ ৮৬ হাজার মৎস্যজীবিরা সুফল পেয়েছেন।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন পেট্রোকেম বাংলাদেশ লিমিটেডের মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, ব্যাংক এশিয়ার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টরোমানা আখতার তুলি।
- বিষয় :
- মাছ উৎপাদন
- নিরাপদ মাছ উৎপাদন