ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কর্মচারীকে শ্রমিক লীগ নেতার গুলি, পরে ছিনতাই নাটক

কর্মচারীকে শ্রমিক লীগ নেতার গুলি, পরে ছিনতাই নাটক

ইসমাইল হোসেন বাচ্চু ও মহিউদ্দিন ইসলাম রুবেল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৮:০০

রাজধানীর শাহবাগ থানা শ্রমিক লীগের সহসভাপতি ইসমাইল হোসেন বাচ্চুর বেইলি রোড এলাকার বাসায় গত রোববার মো. মানিক নামে এক যুবক গুলিবিদ্ধ হন। অথচ মানিক সড়কে ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন উল্লেখ করে নাটক সাজানোর চেষ্টা করেছিলেন বাচ্চু।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তে এ তথ্য উঠে এসেছে।

এ ঘটনায় মানিকের স্ত্রী সাজেদা আক্তার গতকাল সোমবার রমনা থানায় মামলা করলে বাচ্চু ও তাঁর কর্মী মহিউদ্দিন ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল তাদের আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

ডিবির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মিশু বিশ্বাস জানান, রোববার বিকেলে ওই গুলির ঘটনার পর বাচ্চু পুলিশকে প্রথমে মিথ্যা তথ্য দিয়েছিলেন। একবার বলেছিলেন, দু’পক্ষের মারামারির সময় গুলিবিদ্ধ হন মানিক নামে তাঁর ওই কর্মচারী। পরে আবার বলেছিলেন, মানিক ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছেন। তবে তদন্তে উঠে আসে, বাচ্চু নিজেই তাঁর ফ্ল্যাটে মানিককে গুলি করেছেন। বাচ্চুর ফ্ল্যাট  থেকে তাঁর লাইসেন্স করা পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাচ্চু দাবি করেন, লাইসেন্সকৃত অস্ত্র মহিউদ্দিন রুবেল পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে মানিকের বুকে লাগে।

জানা গেছে, গত রোববার বিকেলে বুকে গুলিবিদ্ধ অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বাচ্চু। হাসপাতাল ক্যাম্প পুলিশকে বাচ্চু জানিয়েছিলেন, মানিক কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছেন। ফোনে খবর পেয়ে তিনি হাসপাতালে মানিককে দেখতে এসেছেন। এদিকে গুলির খবর পেয়ে রমনা থানা পুলিশ ওই এলাকায় যায়। ঘটনাস্থল হিসেবে বাচ্চু যেটা বলেছিলেন, সেই স্থান ও আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং এলাকার মানুষকে জিজ্ঞাসা করে ছিনতাইয়ের সত্যতা পাননি পুলিশ কর্মকর্তারা। সত্য উদ্ঘাটনে মাঠে নামে ডিবির রমনা বিভাগও। বাচ্চুর বাসার নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসা করে ডিবি প্রাথমিকভাবে জানতে পারে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়। বাচ্চু কোলে করে মানিককে অসুস্থ অবস্থায় বাসা থেকে নামিয়ে প্রাইভেটকারে করে হাসপাতালে নিয়ে যান। এরপরই ডিবি বাচ্চু ও রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের মুখে তারা ছিনতাইয়ের নাটক থেকে সরে এসে বাসায় পিস্তল পরিষ্কারের সময় অসাবধানতাবশত গুলি বের হয়ে মানিকের বুকে লাগার কথা জানান।

মানিক বর্তমানে ঢামেক হাসপাতালের পুরাতন ভবনের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। গতকাল সন্ধ্যায় তাঁর পাশে থাকা ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নের সাবেক নেতা মান্নান মিজি বলেন, মানিক ও তিনি একসঙ্গে ইউনিয়ন রাজনীতি করতেন। খবর শুনে তিনি হাসপাতালে এসেছেন। মানিক গুলিবিদ্ধ হওয়ার নেপথ্য কিছু জানেন না তিনি।

রমনা থানা পুলিশ জানিয়েছে, মানিকের স্ত্রী সাজেদা মামলায় বাচ্চু ও রুবেলসহ কয়েকজনকে আসামি করেছেন। এজাহারে বলা হয়েছে, আসামিরা মানিককে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে।

আরও পড়ুন

×